news24bangladesh
📅 Saturday, 22 November 2025 🇧🇩 শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ 🕌 22nd November 2025 হিজরি

কক্সবাজারে দেড় হাজার রানারের অংশগ্রহণে উৎসবমুখর ম্যারাথন সম্পন্ন

লিখেছেন: রপসজ্জা ডেস্ক | 02 Nov 2025, 01:43 AM

News Image
কক্সবাজারে ভোরের আলো ফোটার আগেই শুরু হলো প্রাণচাঞ্চল্যে ভরা তৃতীয় কক্সবাজার ম্যারাথন ২০২৫। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে চারটায় লাবণী বীচ পয়েন্ট থেকে ছুটে চললেন দেড় হাজারেরও বেশি দৌড়বিদ—কেউ পেশাদার, কেউ শৌখিন, কেউ আবার নিছক উৎসবের আনন্দে। আয়োজনের মূল মন্ত্র ছিল—‘এভরি স্টেপ ফর ওয়েলনেস অ্যান্ড দ্য ওশান’।
কক্সবাজার রানার্স কমিউনিটির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সাজানো এ উৎসবের দৌড়ের পথও ছিল চমকপ্রদ—লাবণী বীচ থেকে শুরু করে শহরের হলিডে মোড়, থানা রোড, খুরুশকুল, চৌফলদণ্ডি, পোকখালী পেরিয়ে ইসলামপুরের খান বীচ ঘুরে আবার ফেরা লাবণীতে।
চারটি বিভাগে হয় প্রতিযোগিতা—ফুল ম্যারাথন (৪২.২ কিমি), হাফ ম্যারাথন (২১.১ কিমি), মিড রান (১০ কিমি) ও কিডস রান (২.৫ কিমি)। ফুল ম্যারাথনের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হলেন রহিম উদ্দিন, হাফ ম্যারাথনে মামুন ও নারী বিভাগে আফরোজা আক্তার রিক্তা। মিড রানে প্রথম স্থান অধিকার করেছেন জাকির হোসেন ও বিপাশা, আর শিশুদের বিভাগে ছেলে বিভাগে সাফিন ওমায়ির ও মেয়ে বিভাগে ওয়াসিনা বিনতে আমিদ সেরা।
রেস ডিরেক্টর এস এম সাদেক বললেন, “সীমাবদ্ধতা ছিল, তবু আমরা চেয়েছি একটা বার্তা দিতে—রান ফর ফিটনেস অ্যান্ড ওয়েলনেস। কক্সবাজারের তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এটাই আমাদের ছোট চেষ্টা, যার মাধ্যমে এই সৈকতনগরকে বিশ্বদরবারে নিয়ে যাওয়া লক্ষ্য।”
লাবণী উন্মুক্ত মঞ্চে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল মান্নান বললেন, “কক্সবাজার ম্যারাথন শুধু একটা দৌড় নয়, এটা অধ্যবসায় ও উদ্যমের প্রতীক। এমন আয়োজন তরুণ সমাজকে প্রেরণা দেবে।” সভাপতির আসনে ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদৌজা নয়ন, যিনি বললেন, “এটা পুরোটাই তরুণদের নিজস্ব উদ্যোগে ঘটা এক অসাধারণ আয়োজন, যা পর্যটন শিল্পকে আরও বেগ দেবে।”
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজিব, নারী ফুটবলার শাহেদা আক্তার রিপা, ছুটি গ্রুপের চেয়ারম্যান মোস্তফা মোহাম্মদ আলফী ও আকিজ বাইসাইকেলের প্রতিনিধি মোশাররফ হোসাইন সহ অনেকে।
এই বর্ণাঢ্য আয়োজনের টাইটেল স্পনসর ছিল ‘আকিজ বাইসাইকেল’, আর ‘পাওয়ার্ড বাই’ হিসেবে সহযোগিতা করেছে ছুটি বীচ রিসোর্ট। সাগর হাওয়ায় মাখা ভোরের আলোয় সেদিন কক্সবাজারে প্রতিটি পদক্ষেপ ছিল স্বাস্থ্য, সৌন্দর্য ও উদ্যমের এক উৎসব।
শেয়ার করুন:
Facebook X WhatsApp
মন্তব্য

এই সংবাদে এখনো কোনো মন্তব্য নেই।

লগইন করে মন্তব্য করুন।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ, বিশ্লেষণ এবং আপডেট পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।